ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-০৭ ১৪:০৬:১৯

image

 ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা গতকাল ৭ই ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় পুলিশের বিশেষ শাখার(এসবি’র) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

 পাংশা-কালুখালী উপজেলা সমিতির সভাপতি খোন্দকার  রফিকুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী।

 নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে দায়িত্ব হস্তান্তর পর্ব শেষে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচয় পর্ব হয়।

 নবনির্বাচিত কমিটির প্রথম সভায় অষ্টাদশ কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন, সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন, অনুষ্ঠানের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, উনবিংশ কার্যনির্বাহী পরিষদের জন্য উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।   

 এছাড়ারাও সমিতির বার্ষিক বনভোজন ২০২৫ এর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নবনির্বাচিত কার্যনির্বাহী  পরিষদের অভিষেক ও ছাত্র বৃত্তি প্রধান অনুষ্ঠান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 পাংশা-কালুখালী উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক মুরাদের সঞ্চালনায় ঊনবিংশ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় অন্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, এন এ এম ইফতেখার রফিক, মোঃ আব্দুল হামিদ, মোঃ আইয়ুব আলী, ডঃ মোঃ নিহাল উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, মোঃ মনজুর কাদির, এস এম আজিজুর রহমান, মোঃ তোফায়েল আহমেদ তোহা, নাইমা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হাসান মিন্টু, মোহাম্মদ আলী মুর্তজা, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ রুহুল কবির, এস এম  আমিনুর রহমান দিপু, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ এনামুল হক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সামাদ, শিক্ষা সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তুহিনুর রহমান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম বাচ্চু, উন্নয়ন সম্পাদক মেহেদী হাসান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুরাইয়া বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ, ক্রীড়া  সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিন, নির্বাহী সদস্য  মোহাম্মদ আমিন উদ্দিন, মোঃ কাহারুল হক রাকু, এমএ বারী, প্রকৌশলী মোঃ শাজাহান আলী, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আব্দুল বারী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিলন, মোঃ ফারুক হোসেন, মোঃ আজমীর হোসেন, একেএম বাচ্চু, মোঃ মিজানুর রহমান ও মোঃ সাখাওয়াত হোসেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com