রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে গতকাল ৮ই ডিসেম্বর সকালে এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার পারসাদীপুর গ্রামের মোঃ নবু মন্ডলের ছেলে সোহেল মন্ডল ও উদয়পুর গ্রামের মালেক সরদারের ছেলে জাকির হোসেন। এর মধ্যে সোহেল মন্ডল জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ও জাকির হোসেন সিআর ওয়ারেন্টভূক্ত আসামী।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে। আসামীদের আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com