রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-১২-০৮ ২১:৩৭:২১

image

 হুফফাজুল কুরআন ফাউন্ডেশন রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে গতকাল ৮ই ডিসেম্বর সন্ধ্যায় শ্রীপুর সদর উপজেলা মডেল মসজিদে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

 সদর উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মওলানা ইউসুফ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর বিভাগীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফায়েক বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুর রশিদ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ শামসুল আলম।

 এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি হাফেজ ক্বারী রাকিব বিন আজিজ, ব্যবসায়ি মিজানুর রহমান মিজান, আলেম ওলামা সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, ৫ পারা কুরআন তেলাওয়াতে ১০ জন, ১০ পারা কুরআন তেলাওয়াতে ১০ জন, ২০ পারা কুরআন তেলাওয়াতে ৯ জন, ৩০ পারা কুরআন তেলাওয়াতে ৪ জনকে ও সর্বকনিষ্ঠ ৩ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে ৭ জন করে আগামী ১০ই ডিসেম্বর  জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com