পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-১২-০৮ ২১:৩৭:৫৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৮ই ডিসেম্বর বিকালে ২০২৪-২৫ অর্থ বছরে পেঁয়াজ প্রণোদনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 জানা যায়, গতকাল রবিবার বিকাল ৩টায় বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। 

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।

 পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, এ বছর অনাকাঙ্খিতভাবে পেঁয়াজ প্রণোদনায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। সরেজমিন মাঠে অনুসন্ধান করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পেঁয়াজ আবাদে হতাশা থেকে উত্তরণে পুনরায় প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ করা হচ্ছে। চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের যে কোন প্রয়োজনে তিনি যোগাযোগ করার আহবান জানান।

 উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষক কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com