রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে গতকাল ৮ই ডিসেম্বর বিকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া ও সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দিতে কর্মরত অবস্থায় সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চৌধুরী মুস্তাফিজুর রহমানের এটি তার প্রথম কর্মস্থল। এর আগে তিনি নরসিংদী জেলায় আরডিসি হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com