জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-০৮ ২১:৪০:৫৯

image

 রাজবাড়ীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই-বাছাইকরণের নিমিত্তে সভা গতকাল ৮ই ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন ও রাজবাড়ী অস্থায়ী সেনাক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলক বক্তব্য রাখেন।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিরাজুল মাজীদ তূর্য্য ও এইচ এম হাসিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com