রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সকল সাধারণ শিক্ষার্থী বন্ধুদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ।
গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১১টায় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মিরাজুল মাজীদ তুর্জ, মীর মাহমুদ সুজন, ফাহাদুল ইসলাম, সাকিবসহ রাজবাড়ীর সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও গোয়ালন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে রবিন নুরতাজ আলম, নাজমুল হাসান, রাকিবুল ইসলাম, সংকর সাহা, ইস্তেহাদ সিয়াম, শাকিল, সহিদুল ইসলাম সাচ্চু, রকি, সজীব শাহরিয়ার, শাফি নিন্নাস ও ফাহিম হিমেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সবাই একাত্মতা প্রকাশ করে বলেন, বৈষম্যহীন গোয়ালন্দ তৈরি করতে সবাই এক সাথে কাজ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com