রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান॥দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-১০ ১৪:৪০:৫৩

image

 রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্স টিম গতকাল ১০ই ডিসেম্বর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে।

 জানা গেছে, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহনে সদর উপজেলার প্রধান সড়ক, বড়পুল এবং হাসপাতাল সড়ক ও সজ্জনকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বড়পুল মোড় এলাকার দি কেক এন্ড পিজ্জা দোকানের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৯ হাজার টাকা ও হাসপাতাল সড়কের মোল্লা স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও এসআই মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com