বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-১১ ১৩:৫৬:০৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

 গতকাল ১১ই ডিসেম্বর বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 মতবিনিময়কালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দারের নেতৃত্বে অন্যান্যরা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারী এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারী মিরাজুল ইসলাম মিরাজ, জেলা ইউনিটের খোন্দকার মাওলানা মনির আযম মুন্নু, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা জামান, মাওলানা ইসহাক মোল্লা, মোজাফফর আহমদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ইদ্রিস আলী, নারুয়া ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবির সভাপতি আবু তালহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com