করোনা যুদ্ধে মানবিক সেবায় যশোর সেনানিবাসের সেনা সদস্যরা তৎপর

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১৮ ১৯:০৮:১০

image

‘করোনার যুদ্ধ করবো জয়, ঘরের বাইরে আর নয়’, ‘আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি’, ঘন ঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদে রই’-করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতেই এমন নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অদৃশ্য এই শত্রুর মোকাবেলায় যশোর অঞ্চলের জনগণকে সচেতন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। তাদের নিয়মিত টহল গাড়ীতে দেখা মিলছে ‘পরিস্কার-পরিচ্ছন্ন জীবনযাপন করুন' লেখা সম্বলিত স্টিকার।
  করোনা সংক্রমণ বিস্তার ঠেকাতে এভাবে প্রতিনিয়ত সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, মানুষের মাঝে মাস্ক ও ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ঈদকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেট ও আশপাশের এলাকায় স্বাস্থ্য বিধি সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় লিফলেট লাগিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এছাড়াও সেনা সদস্যরা অসহায় ও হতদরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ,  বিনা প্রয়োজনে মানুষ যাতে যত্রতত্র ঘোরাফেরা করতে না পারে সেদিকে নজরদারী বৃদ্ধি, রমজান মাসে নিয়মিত বাজার মনিটারিং করার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি খেটে খাওয়া, অসহায় ও ভ্রাম্যমাণ মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া এবং অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় ও বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে   -প্রেস বিজ্ঞপ্তি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com