রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে গতকাল ১৩ই ডিসেম্বর বিকেলে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
বাই সাইকেল উপহার উপলক্ষে পাঠাগার প্রাঙ্গণে সংগীত ও গল্পের আসরের আয়োজন করা হয়। এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া, চিত্র শিল্পী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা, নেহাল আহমেদ ও রেজাউল করিম আরজু প্রমুখ বক্তব্য রাখেন।
বাই সাইকেল পেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্মরণ ভৌমিক বলে, আমি রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। এই সাইকেল নিয়ে এখন আমি সহজেই স্কুলে যেতে পারবো। কোচিং-এ যেতে পারবো। নিয়মিত পাঠাগারে গান, কবিতা ও চিত্রাঙ্কনের ক্লাসে আসতে পারবো। আমি খুবই খুশি হয়েছি। এছাড়াও সাইকেল উপহার পেয়েছে রুবাইয়া জেরিন, প্রিতি আক্তার ও আফিয়া খাতুন। তারা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, ২০২০ সালে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত করা হয়। পাঠাগারে শিক্ষার্থীদের বিনামূল্যে সংগীত, কবিতা ও চিত্রাঙ্কন শেখানো হয়। এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী আছে তাদের অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল না। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করে। এসকল শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখা থেকে ঝড়ে না পরে সেজন্য ৪জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এরা সবাই এই পাঠাগারের শিক্ষার্থী। সারা বছরের বিভিন্ন প্রতিযোগিতায় সেরা ও আর্থিক অবস্থা বিবেচনা করে এই সাইকেলগুলো দেওয়া হয়েছে। গত বছর ৫জনকে দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে বাকী শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com