বিজয় দিবস উদযাপন উপলক্ষে কালুখালী বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-১৪ ১৪:১১:৪৬

image

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 সভায় পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবিবের সভাপতিত্বে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার ছদরুল আমিন হাবিব, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা কে.এম.নঈমুল হক, হাসমত আলী মোল্লা, শাজাহান মোল্লা, কাসেম মন্ডল ও কামরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

 সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য ও ঐক্যবদ্ধ রাজনীতির গুরুত্ব এবং সুসংগঠিতভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করার লক্ষে সকল নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com