কালুখালীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-১৪ ১৪:২৬:১৪

image

যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে সকালে কালুখালী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের পক্ষ থেকে শহীদ দিয়ানত আলীর কবরে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব আলী খালাসি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান জোয়াদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।

 এছাড়াও কালুখালী উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

 সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com