মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা || ২০২৪-১২-১৫ ১৪:৪১:২১

image

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির ইতিহাসে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এদিনে অর্জিত হয় মহান বিজয়। রচিত হয় আত্মত্যাগ ও বীরত্বের এক মহাকাব্য। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র; আমাদের প্রিয় মাতৃভূমি- স্বাধীন বাংলাদেশ।

 মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১সালে ২১ এপ্রিল হানাদার বাহিনী প্রথম রাজবাড়ী শহরে প্রবেশ করে। এ সময় থেকেই রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাগণ হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনবাজি রেখে গড়ে তোলে প্রতিরোধের দুর্গ। রাজবাড়ীর অকুতোভয় দামাল সন্তানদের সাথে হানাদার বাহিনীর অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে খুশি, রফিক, সফিক, সাদিকসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা শাহাদতবরণ করেন। তাঁদের বীরত্বপূর্ণ এ আত্মদানে শত্রু মুক্ত হয় প্রিয় জেলা রাজবাড়ী। অভিবাদন জানাই জেলার সকল সূর্য সন্তানকে।

 মহান বিজয় দিবসের এ শুভক্ষণে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা দেশ মাতৃকার জন্য নিজেদের জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন; শ্রদ্ধাভরে স্মরণ করছি আত্মদানকারী সকল বীর শহিদদের, যাঁদের রক্তের ঋণ কখনো পরিশোধ হবার নয়; গভীর সমবেদনা জানাই সম্ভ্রমহারা মা-বোনদের, যাঁদের সীমাহীন ত্যাগে অর্জিত আমাদের গর্বিত বিজয়।

 এক সাগর রক্তে কেনা বিজয়ের এ দিনে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন, জনসাধারণের সমঅধিকার নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব-মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

(মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা)

জেলা প্রশাসক

রাজবাড়ী।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com