রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। এ সময় মঞ্চে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। প্যারেড পরিচালনা করেন পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশ করে।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোনের পর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজয় মেলা-২০২৪ উদ্বোধন করা হয়। এবারে চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনীতে বিজয় মেলা উৎসবমূখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com