পাংশার বাবুপাড়া ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৪-১২-১৮ ১৩:৪৫:৩৩

image

 মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ১৮ই ডিসেম্বর বিকালে ভট্টাচার্য পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলীর উপস্থাপনায় জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

 জনসভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান এবং প্রধান বক্তা হিসেবে বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ খবির উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকু ও কালুখালী উপজেলা বিএনপির নেতা মেহেদী হাসান তোতা প্রমূখ নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।

 বিএনপি নেতা সফিকুল ইসলাম ও বাবুপাড়া ইউপির সাবেক মেম্বার কাউসার হোসেনসহ বাবুপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদের নেতৃত্বে বিএনপি বিভিন্ন ইউনিয়নে জনসভা করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এরই ধারাবাহিকতায় বাবুপাড়া ইউপির ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন জনসভার আয়োজন করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com