গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান হেনার মৃত্যু

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-১৮ ১৩:৪৭:২৭

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হেনা(৫৫) গত ১৭ই ডিসেম্বর  রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়ার ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রুস্তম আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভূগছিলেন।
 মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।
 গতকাল ১৮ই ডিসেম্বর বিকাল ৩টায় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাকে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। 
 জানাযাতে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা জামায়াতের আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল আলম বকুল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
 পারিবারিক সূত্র জানায়, গত ১৬ই ডিসেম্বর সাইদুর রহমান হেনা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পরদিন রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
 তার মৃত্যুতে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 
 জানাযার পূর্বে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, হেনা ভাইয়ের সাথে আমরা একসাথে রাজনীতি করতাম। হেনা ভাইয়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা সকলে তার জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com