॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরে বোরো মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
গত ১৭ই ডিসেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে এ হাইব্রিড ধান বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ তাফরিন জাহান ইতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মনসুর আলম উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সব শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করে কৃষকদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে বলে মনে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নও রাজবাড়ী পৌরসভার ১হাজার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com