রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সাথে তার কার্যালয়ে গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মোঃ ইজাজুল হক, সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, এডভোকেট মোঃ শাহিনূল ইসলাম ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসলামুজ্জামান, ক্রীড়া সম্পাদক শহর ইবনে হারেজ ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পাংশা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালালাউদ্দিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহযোগিতার আহবান জানান।
তিনি অপরাধ দমনে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার অনুরোধ করেন।
এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পাংশা মডেল থানার পুলিশী কার্যক্রমের প্রশংসা করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com