৮৪ দিন কারাভোগের পর জামিন মুক্তি পেলেন পৌরসভার সাবেক মেয়র তিতু

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-১২-১৯ ১৪:১৪:২৪

image

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ৮৪ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 
 গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে তিনি রাজবাড়ী জেলা কারাগার থেকে বের হয়ে জেলগেট থেকে প্রাইভেট কারে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে তিনি কোথায় গেলেন সেটি এখনো জানা যায়নি।
 জামিনে মুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী কারাগারের জেলার(ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
 তিনি বলেন, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতু জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হয়েছেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন।
 জানা গেছে, গত ৩০শে আগস্ট রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ২৫শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করে। পরের দিন ২৬শে সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তিতুকে রাজবাড়ীর ১নং আমলী আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
 আলমগীর শেখ তিতু রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ২নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গণি শেখের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com