রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরী চলাচল বন্ধে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-২৯ ১৪:৫৭:৩৭

image

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে উত্তরাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরী চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। 
  গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদ্মা নদীতে দ্রুত পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে রাজবাড়ী সড়ক বিভাগাধীন জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী রুটের ফেরী চলাচল ব্যাহত হওয়ার ফলে জৌকুড়া ও নাজিরগঞ্জ প্রান্তের ফেরী ঘাট চলাচলের উপযোগী স্থানে স্থানান্তরের কাজ সম্পাদনের লক্ষ্যে আগামী ০৩/১১/২০২০ইং তারিখ পর্যন্ত জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী রুটের ফেরী চলাচল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই নৌ-রুট ব্যবহারকারীদের ভোগান্তি শুরু হয়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com