রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরাসরি বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে।
জানা যায়, গত ১৮ ও ১৯শে ডিসেম্বর রাতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, যশাই ও মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সঙ্গে উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্ত ২৫০টি কম্বল দুস্থ শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com