রাজবাড়ী ডিবি অভিযানে পাঁচুরিয়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল কাজী(৩০) গ্রেফতার হয়েছে।
গতকাল ২৯শে অক্টোবর দুপুরে ওসি ওমর শরীফের নেতৃত্বে এস.আই বদিয়ার রহমানসহ ডিবি পুলিশের একটি দল রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুহুল কাজী গোয়ালন্দ উপজেলাধীন ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামের (রাজবাড়ী সদর উপজেলাধীন পাঁচুরিয়া ইউনিয়ন সংলগ্ন) মৃত মোকন কাজীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুহুল কাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট(গ্রেফতারী পরোয়ানা) পেন্ডিং ছিল। ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গত ০১/০৬/২০১৯ইং তারিখে তার নামে রাজবাড়ী থানায় মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
এছাড়াও রুহুল কাজীর ভাই কাদের কাজী নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা এবং খানখানাপুরের ব্যবসায়ী শহীদ হত্যা মামলার অন্যতম আসামী। ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে পাঁচুরিয়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com