রাজবাড়ীর আদালতের জিপিসহ ৭জনের নিয়োগ বাতিল॥নতুন জিপি এডঃ শাহিদুল

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-২২ ১৩:৪৪:১৫

image

আইনজীবীদের ধারাবাহিক আন্দোলনের মুখে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) এডঃ স্বপন কুমার সোমের নিয়োগ বাতিল করা হয়েছে।

 ওই পদে নিয়োগ পেয়েছেন এডঃ এ.এন.এম শাহিদুল ইসলাম। এছাড়া যোগদান না করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১জন পিপি, জেলা ও দায়রা জজ আদালতের ২জন অতিরিক্ত পিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১জন অতিরিক্ত পিপি ও জেলা জজ আদালতের ১জন সহকারী সরকারী কৌঁসুলির নিয়োগ বাতিল করা হয়েছে।

 গত ১১ই ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখার ২২৫ নং পত্রে উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে তাদের নিয়োগ বাতিল করা হয়।

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখার পত্র সূত্রে জানা গেছে, গত ২৯শে অক্টোবর তারিখের (জিপি-পিপি) শাখার ১৫২ নং স্মারকে নিয়োগকৃত জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি এডঃ স্বপন কুমার সোম ও অতিরিক্ত সরকারী কৌঁসুলি এডঃ এ.এন.এম শাহিদুল ইসলামের নিয়োগ বাতিল করে একই পত্র এডঃ এ.এন.এম শাহিদুল ইসলামকে জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 এছাড়াও যোগদান না করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে এডঃ কাজী আব্দুল বারী কুটিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও এডঃ আবুল বাশার মোঃ ছাত্তার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে এডঃ মোঃ নেকবর হোসেন মনি এবং জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌঁসুলি এডঃ মোঃ সিদ্দিকুর রহমানের নিয়োগ বাতিল করা হয়েছে।

 উল্লেখ্য, সরকারী কৌঁসুলি(জিপি) পদে নিয়োগ পাওয়া এডঃ এ.এ.এম শাহিদুল ইসলাম গত ১১ই ডিসেম্বর রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেটের নিকট যোগদান করেছেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com