পাংশায় নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠিত ফ্যামিলি কনজুমার প্রডাক্টস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন

মোক্তার হোসেন || ২০২৪-১২-২৪ ১৪:৫৬:২৪

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশিপুর গ্রামে সরকারী নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠিত ফ্যামিলি কনজুমার প্রডাক্টস লিমিটেড নামের ফ্যাক্টরি পরিদর্শন করেন।
 পরিদর্শনকালে তিনি ফ্যাক্টরিতে উৎপাদিত সরিষার তেলসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্য পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণে তিনি ফ্যাক্টরিটি সরকারী নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান বলেন, বাজারজাতকৃত উক্ত ফ্যাক্টরির নামে উৎপাদিত লেবেল যুক্ত ও লেবেল বিহীন কিছু সরিষার তেলের বোতল ও মসলা জাতীয় একাধিক পণ্য পাওয়া গেছে। উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের কাগজপত্র, ফ্যাক্টরির অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ফ্যাক্টরিতে পাওয়া যায়নি। সরকারী নিয়ম বহির্ভূতভাবে ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়েছে। ফ্যাক্টরির কর্মচারী হাবাসপুরের অমিত কুমার সাহাকে ফ্যাক্টরি ও উৎপাদিত পণ্য সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তার দপ্তরে দেখাতে ৭দিনের সময় দেওয়া হয়েছে বলে যোগ করেন তিনি। পরিদর্শনকালে ফ্যাক্টরিতে উৎপাদিত মজুত পণ্য সামগ্রী বাজারজাত করণে এবং নতুন করে পণ্য সামগ্রী উৎপাদনে মৌখিকভাবে নিষেধ প্রদান করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান। ফ্যাক্টরিতে মজুত পণ্য সমাগ্রী অমিত কুমার সাহার পিতা হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সাহার হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।
 এ ব্যাপারে ফার্মিং ফ্যামিলি কনজুমার প্রডাক্টস লিমিটেডের কর্মচারী অমিত কুমার সাহা বলেন- রঞ্জন সাহা, রেজা ও অপর ১জন মোট ৩জন মিলে ফ্যাক্টরি দিয়েছেন। তিনি ফ্যাক্টরির ১জন কর্মচারী। মালিকরা হেড অফিস ঢাকায় থাকেন। ঢাকার অফিসে ফ্যাক্টরির কাগজপত্র আছে। ঢাকা থেকে কাগজপত্র এনে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমানকে দেখাবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
 এদিকে প্রতিশ্রুত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে দাপ্তরিকভাবে ফ্যাক্টরির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
 তবে সরকারী নিয়ম বহির্ভূতভাবে ফ্যাক্টরি পরিচালনায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। নিয়ম বহির্ভূতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করণের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com