রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তিনি থানায় এসে পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর জেলা প্রশাসক থানা পরিদর্শন করে। পরিদর্শনে তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজত খানা, অস্ত্রাগার এবং জিডি ও মামলা বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারিসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com