রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২৬শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
একই সময়ে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তছলিম আরিফ বিশ্বাস।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট মামলার সংখ্যা ৩৩৯টি। এর মধ্যে পূর্বের অপেক্ষমাণ মামলার সংখ্যা ৩৭টি। ইউনিয়ন পরিষদে সরাসরি দায়েরকৃত মামলার সংখ্যা ২৪৮টি ও উচ্চ আদালত থেকে প্রাপ্ত মামলার সংখ্যা ৫৪টি।
ইউনিয়ন ভিত্তিক মামলার পরিসংখ্যানে দেখা গেছে, বসন্তপুর ইউনিয়নে ২৯টি, দাদশী ইউনিয়নে ১৬টি, খানখানাপুর ইউনিয়নে ৫৭টি, মিজানপুর ইউনিয়নে ৪০টি, পাচুরিয়া ইউনিয়নে ৩১টি, সুলতানপুর ইউনিয়নে ১৯টি, আলীপুর ইউনিয়নে ৫০টি, বরাট ইউনিয়নে ৬টি, শহীদওহাবপুর ইউনিয়নে ৩৩টি, রামকান্তপুর ইউনিয়নে ৪টি, বাণীবহ ইউনিয়নে ৭টি, মূলঘর ইউনিয়নে ২০টি, চন্দনী ইউনিয়নে ২১টি ও খানগঞ্জ ইউনিয়নের ৬টি মামলা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ৩৩৯টি মামলার মধ্যে মোট মামলা নিষ্পত্তি হয়েছে ২৯৩টি। বর্তমানে অপেক্ষমাণ মামলা রয়েছে ৪৬টি। এই প্রতিবেদন করার সময় রায় বাস্তবায়নকৃত মামলার সংখ্যা ১৮০টি। চলতি বছরে ফেব্রুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত সদর উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ ২২ লাখ ৩ হাজার ১০০ টাকা।
সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করতে মাঠ পর্যায়ে কাজ করছে গ্রাম আদালত। এছাড়া গ্রামীণ এলাকার নারী, সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করছে। তাই গ্রাম আদালত সম্পর্কে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে সচেতন করতে হবে। তাদেরকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত করতে হবে।
সভায় রাজবাড়ী সদর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, বাণিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ প্লাবন আলী, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, পাচুরিয়া ইউনিয়ন পরিষদের মোঃ মজিবুর রহমান, মূলঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল কালাম মোঃ আজাদ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর সদর উপজেলা কো-অর্ডিনেটর সবুজ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com