দৌলতদিয়ায় আগুনে গবাদি পশুসহ তিনটি ঘর পুড়ে ছাই

মইনুল হক মৃধা || ২০২৪-১২-২৭ ১৩:৪১:৫১

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়ায় গতকাল ২৭শে ডিসেম্বর বিকালে দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় অগ্নিকান্ডে দুইটি গরু ও তিনটি ঘর পুড়ে গেছে।
 ক্ষতিগ্রস্তরা হলো- শহীদ শেখ, রাজ্জাক ও রেজাউল।
 স্থানীয়রা জানায়, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ী রেজাউলের একটি ঘরের আংশিক পুড়ে যায়। এ সময় শহীদের গোয়ালঘরে থাকা একটি গাভী গরু ও একটি মাঝারি সাইজের গরু আংশিক পুড়ে যায়। পরিবারের সকলের চিৎকারে ৪নং ফেরিঘাটের আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুল বাছেদ আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ সময়ের মধ্যে শহিদের একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনটি গরুর মধ্যে বড় গাভী গরুটি মারা যায় এবং দুটি গরুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রেজাউল ও রাজ্জাকের ঘরের আংশিক অংশ পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com