সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরটিভি’র জন্মদিন পালিত

আমিরাত থেকে ওবায়দুল হক মানিক || ২০২৪-১২-২৭ ১৩:৪৩:১৬

image

সংযুক্ত আরব আমিরাতে ৫২টিভি দর্শক ফোরামের আয়োজনে গত ২৬শে ডিসেম্বর দুবাইয়ের একটি রেঁস্তোরায় বেসরকারী স্যাটেললাইট টেলিভিশন আরটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 ৫২ টিভির প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউজ এশিয়ার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক বক্তব্য রাখেন।

 শামসুর রহমান সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে সাংবাদিক শিবলী আল সাদিক, ডিবিসি নিউজের প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, এখন টিভির প্রতিনিধি কামরুল হাসান জনি, পূর্বকোন প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নাগরিক টিভির প্রতিনিধি জাশেদুল ইসলাম, সিটি নিউজের সম্পাদক গোলাম সারোয়ার, কিউ টিভির প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, মোঃ আবুল মনসুর, ব্যবসায়ী মোঃ জাফর প্রমুখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ইয়াকুব সুনিক বলেন, দেশের ক্রান্তিকালে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। আমিরাতের আইন কানুন সবাইকে মেনে চলতে হবে। এ সময় তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com