রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-২৯ ১৫:২১:০০

image

রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল ২৯শে ডিসেম্বর কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মল্লিকা দে প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ নূর অতএব আহম্মদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী বিআরডিবির উপ-পরিচালক লুৎফন নাহার, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

 সভায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com