বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন গতকাল ২৯শে ডিসেম্বর তিনি রাজবাড়ী জেলা সফর করেন।
রাজবাড়ীতে আগমন উপলক্ষে ঢাকা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান মোছাঃ শামিমা পারভীন। এ সময় জেলা পুলিশের চৌকস একটি দল ঢাকা রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জ ডিআইজি রাজবাড়ী জেলার কালুখালী থানার অস্থায়ী ভবন এবং ৬ তলা ভিতসহ ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। থানা পরিদর্শনের সময় তিনি অফিসার-ফোর্সের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতা দুরীভূত করাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরবর্তীতে ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেনের উপস্থিতিতে পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল ও সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com