রাজবাড়ীর অনেক সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-২৯ ১৫:৩৩:৪১

image

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দের আমন্ত্রণে গতকাল ২৯শে ডিসেম্বর দুপুরে শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভায় যোগদান করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।    
 মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের রাজবাড়ীর নেতা এইচ এম হাসিবুল ইসলাম, মীর মোহাম্মদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম অভি, সাদিয়া, রিয়াদুল ইসলাম, মোঃ ইমরান, আলতাব হোসেন, সাগর সিকদার, মাহাথির, রিফাত রিদোয়ান, কাজী সাইফুল, রাশিদুল, শাওন, তমা মির্জা, আমিনুল ইসলাম, তামিম, রলিফ, আব্দুল্লাহ, তৃষা ও ফাহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অংকুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ হিটু।
 সভায় বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, “আমরা যখন কোটা বিরোধী আন্দোলনে নেমেছি তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজবাড়ীতে আমাদের ওপর বিভিন্নভাবে ন্যাক্কারজনক হামলা করেছে। হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছিল, মিথ্যা মামলায় আসামী করা হয়েছিল। এমনকি অনেক শিক্ষার্থীকে কারাভোগ করতে হয়েছিল। পরিতাপের বিষয় যারা আমাদের ওপর এই আক্রমণ করেছিল তাদের নামে মামলা হলেও তারা দিব্য ঘুরে বেড়াচ্ছে। শহরের চিহিৃত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন সময় অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ কাজ করছে না। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারের প্রতি আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ।
 তারা আরও বলেন, স্থানীয় প্রশাসনে আওয়ামী লীগের অনুসারীরা রয়েছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এরা সংগোপনে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। 
 বক্তারা শেখ হাসিনার নির্যাতন ও মানবাধিকার লংঘনের বিভিন্ন বিবরণ তুলে ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
 বক্তারা বলেন, অবৈধভাবে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো কি করে বহাল আছে। রাজবাড়ীতে বাস পরিবহনে হাফ ফ্রি নিশ্চিত করা হচ্ছে না। এছাড়াও ফ্যাসিবাদের দোসরদের যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে স্থান না পায় সেটির জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অনুরোধ করেন তারা।
 সভায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ যে সকল বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান তা হলো-
১) মামলার আসামী আওয়ামী লীগ নেতা সাবেক এমপি মোঃ জিল্লুল হাকিম, সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী কাজী ইরাদত আলী ও শামসু জজ সহ সকলকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
২) যারা রাজবাড়ীতে ছাত্র ছাত্রীদের উপর গুলি করেছে, হামলা-নির্যাতন করেছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না। তারা দিব্যি শহরে ঘুরে বেড়াচ্ছে। 
৩) শিক্ষার্থীদের উপর হামলা মামলার স্বল্প সংখক আসামী যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেয়া হচ্ছে, যা উদ্বেগজনক।
৪) রাজবাড়ীতে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ কাজ করছে না। পুলিশ প্রশাসনকে চাঁদাবাজি ঘুষ বন্ধ করতে উদ্যোগী হতে হবে।
৫) হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা চরমভাবে অবহেলিত। অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৬) অবৈধভাবে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা অবিলম্বে অপসারণ করতে হবে।
৭) স্থানীয় প্রশাসনে আওয়ামী লীগের অনুসারীরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এরা সংগোপনে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। এদেরকে চিহিৃত করে অপসারণ করতে হবে। 
৮) স্থানীয় কৃষি বিভাগের দুর্নীতি চরমে পৌঁছেছে। সার বীজ কীটনাশক ঠিক মতো সরবরাহ করা হচ্ছে না। বীজ অবৈধভাবে গোপনে বিক্রি করছে।
৯) রাজবাড়ীর বিভিন্ন সংস্থার কমিটিতে আওয়ামী লীগের লোকজন বহাল রয়েছে যা অবিলম্বে পরিবর্তন হওয়া জরুরী।
১) জাতীয় ক্ষেত্রে সুষ্ঠু সুস্থ রাজনীতি হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোকে পরিশীলিত গণতান্ত্রিক রাজনীতি করা জরুরী। টেকসই সুশাসন, কল্যাণমুখী রাজনীতি এখন সময়ের দাবী।
১০) রাজবাড়ীতে বাসে শিক্ষার্থীদের হাফ ফ্রি নিশ্চিত করতে হবে।
১৩) বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ী জেলার ৩জন শহীদের স্মৃতি রক্ষায় স্মৃতিশৌধ নির্মাণ করতে হবে।
 মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা তিন মেয়াদে দীর্ঘ সময় বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। শিক্ষার্থী তোমাদেরকেও জেলে ভরেছে। 
 খৈয়ম আরো বলেন, রাজবাড়ী জেলাকে শেষ করে দেওয়া হয়েছে। জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল কর্মকান্ড নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা, বাস মালিক সমিতি ও চেম্বার অব কমার্সে রাজনীতিকরণ করায় এমন অবস্থা হয়েছে।
 তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা সেতু হওয়ার আন্দোলন করেছিলাম। কিন্তু খুলনা, বরিশাল এবং রাজবাড়ীর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলনে আসলো না। শেখ হাসিনা এই পদ্মা সেতু করল ঐদিকে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষতার আসলে এবং তোমরা আমার পাশে থাকলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু হবে। পদ্মা সেতু হলে রাজবাড়ীর আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন হবে। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি হতে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।  
 মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন মনি, বিএনপি কর্মী আকবর খান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, অদ্রি নেওয়াজ রিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com