রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ৩০শে ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ নাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট প্রদীপ কান্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৫ই আগস্ট গোয়ালন্দে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে তিনি যোগদান করেন মোঃ মাসুদুর রহমান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com