রাজবাড়ী জেলার গোয়ালন্দে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানকে গতকাল ৩০শে ডিসেম্বর দুপুরে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে গোয়ালন্দ উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই। এর জন্য আপনাদের(সাংবাদিকদের) আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় সত্যের সাথে থেকে উপজেলার সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাই। আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। ভালোকে ভালো এবং কালোকে কালো বলবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। একই সাথে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-জনতার প্রত্যাশা পূরনের দিকেও আমাদের সকলকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গোয়ালন্দ উপজেলার নদী ভাঙন প্রতিরোধ, নদী শাষনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি, বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো চালু করা, বিভিন্ন চরের শতশত একর জমির খাজনা চালু করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
এ সময় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক শামিম শেখ, যুগ্ম আহ্বায়ক মইনুল হক মৃধা, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, সদস্য আবুল হোসেন, শফিকুল ইসলাম শামীম, মজিবুর রহমান জুয়েল, শেখ মমিন ও শাকিল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com