রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর লোকোসেড এলাকায় গাঁজা বিক্রিকালে ৭৫০ গ্রাম গাঁজাসহ শাহিন শেখ(৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে লোকোসেড মোস্তফা শেখের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর লোকোসেড এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিনোদপুর লোকোসেড এলাকার মোস্তফা শেখের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক বিক্রেতা শাহীন শেখকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com