বিনোদপুরে তানভীর হত্যা মামলার প্রধান আসামী সবুজ হরিরামপুর থেকে গ্রেফতার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-০২ ১৪:১৭:৩৭

image

রাজবাড়ী শহরের বিনোদপুরে কলেজ শিক্ষার্থী তানভীর শেখ(১৯) হত্যা মামলার এজাহারভূক্ত ১নম্বর আসামী সবুজ বেপারী (২২)কে পুলিশ গ্রেপ্তার করেছে।

 গতকাল ২রা জানুয়ারী সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান। 

 এর আগে গত ১লা জানুয়ারী দিনগত রাত ২টার দিকে ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার হরিরামপুর পদ্মার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত সবুজ বেপারী রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার শহীদ বেপারীর ছেলে। সে তানভীর হত্যা মামলার এজাহারনামীয় ১নম্বর আসামী।

 নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে বিনোদপুর এলাকার বাবু শেখের ছেল ও ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ছিল।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তানভীর শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১নম্বর আসামী সবুজ বেপারীকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর পদ্মার চর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

 তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সবুজ বেপারী প্রাথমিকভাবে তানভীর শেখকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তানভীর শেখ হত্যা মামলার এজাহার নামীয় ২নম্বর আসামী জিসান খান, ৪ নম্বর আসামী কাজল ও ৮ নম্বর আসামী রহিমসহ মোট ৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

 উল্লেখ্য, গত ১২ই নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় সবুজ ও জিসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে তানভীরকে হত্যা করে। পরে গত ১৩ই নভেম্বর সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে সবুজকে ১নম্বর আসামী ও জিসানকে ২ নম্বর আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com