রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-০৪ ০০:১০:২৭

image

 রাজবাড়ী শহরের মাছ বাজার অটোস্ট্যান্ডে গত ২রা জানুয়ারী সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ সাইদুল সরদার(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ডিবি’র সদস্যরা গ্রেপ্তার করেছে।
 গ্রেপ্তারকৃত সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গত ২রা জানুয়ারী জেলা গোয়েন্দা শাখার একটি টিম শহরের মাছ বাজার অটোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
 এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com