গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-০৪ ০০:১৩:০৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর চর পাঁচুরিয়া গ্রামে সরকারী বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের মধ্যে সাগর শেখ(২৫) নামে ১ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
 জানা গেছে, গতকাল ৩রা ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফজেল হক নামে একজনের সরকারী বরাদ্দকৃত টিনশেড ঘরের কাঠের আড়ার সাথে নিজের ব্যবহৃত গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 স্থানীয়রা জানায়, এলাকার শিশুরা খেলাধুলা করার সময় ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ও পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ রুস্তম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। মৃত যুবক স্থানীয় মজিবর শেখের ছেলে।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com