হোসনাবাদে দুর্বৃত্তরা কেটে নষ্ট করে দিয়েছে মিষ্টি কুমড়ার ক্ষেত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-০৫ ১৬:২০:২৯

image

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের হোসনাবাদ মাঠে ৪ই জানুয়ারী দিনগত রাতে আব্দুল কুদ্দুস মোল্লা(৬৫) নামে এক কৃষকের ক্ষেতে লাগানো মিষ্টি কুমড়ার চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
 আয়ের একমাত্র উৎস নষ্ট হয়ে যাওয়ার দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা। ধার-দেনা করে লাগানো ওই কুমড়া ক্ষেতের পরিচর্যা করে পরিবারের ভরণপোষণের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তরা তা নিমিষেই শেষ করে দিয়েছে।   
 ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, আমি অনেক আশা করে এক বিঘা(৩৩ শতাংশ) জমিতে ৮২৮টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলাম। গত ৪ই জানুয়ারী দিবাগত রাতে আমার সবগুলো গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুরু থেকে এখন পর্যন্ত চারা লাগানোয় খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা। আমি সর্বশান্ত হয়ে গেছি।
 গতকাল ৫ই জানুয়ারী দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম ও রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com