রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন।
গতকাল ৬ই জানুয়ারী দুপুরে সংগঠনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
এ সময় সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, মোঃ আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম, আল আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হোসাইন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের কথা শুনেই তাদের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমি সামান্য চেষ্টা করেছি মাত্র। অগ্নিকান্ডে সম্বলহীন অসহায় এই পরিবারগুলোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, গত ২৭শে ডিসেম্বর বিকালে শহিদের বাড়ীর রান্না ঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ীর দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে জখম হয়। স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com