রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পাশে একটি আবাসিক বোডিংয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত ৫ই জানুয়ারী দুপুরে ২জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবতীকেও গোয়ালন্দ ঘাট থানায় নেওয়া হয়।
আটককৃতরা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্ত্রী হাজরা ইউনিয়নের মাশিরিয়া গ্রামের মৃত তৌহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(৩০) ও মাসুদালীপুর গ্রামের সেলিম কাজীর ছেলে শিহাব কাজী(২৫)।
এলাকাবাসী জানায়, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পাশে ও টার্মিনাল সংলগ্ন আলী আজগর বোডিংয়ে দীর্ঘদিন যাবত দেহ ব্যবসা চলে আসছে। গত ৫ইজানুয়ারী দুপুরে তারা নিজ এলাকার এক যুবতী (২২)কে আনন্দ ফূর্তি করার জন্য বোডিং-এ নিয়ে আসে। স্থানীয় লোকজন টের পেয়ে উল্লেখিত যুবকদেরকে গণ ধোলাইয়ের চেষ্টা চালায়। এ সময় দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডল তাদেরকে রক্ষা করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ আমিনুল হক ৩জনকে নিয়ে দুপুর ২টার দিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। উল্লেখিত যুবকরা রডমিস্ত্রীর কাজ করে বলে জানান।
শফিকুল ইসলাম জানান, তার স্ত্রী থাকার স্বত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে বের করে এনে দৌলতদিয়ায় বোডিংএ প্রবেশের পর ধর্ষণের চেষ্টা চালায়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওই যুবতীর অভিভাবকের কাছে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এরআগেও একই বোডিং থেকে যুবতী ও খদ্দের আটক হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com