রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা (৩৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল ৭ই জানুয়ারী বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান।
এর আগে ৬ই জানুয়ারী রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম মোল্লা রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের খালেক মোল্লার ছেলে। সে রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৩০শে আগস্ট শিক্ষার্থী রাজীব মোল্লার দায়ের করা মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইব্রাহিম মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com