দয়ালনগর থেকে অস্ত্র-ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদের স্ত্রী রুশনী গ্রেফতার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-০৭ ১৫:০৯:০৭

image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে গত ৬ই জানুয়ারী দিনগত রাত দেড়টার দিকে দেশীয় তৈরী ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ রুশনী খাতুন (২৩)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

 গতকাল ৭ই জানুয়ারী সন্ধ্যায় এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম।

 গ্রেপ্তারকৃত রুশনী খাতুন ওই গ্রামের মৃত আমির আলী শেখের মেয়ে ও মাসুদ রানার স্ত্রী।

 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দয়ালনগর গ্রামে মাসুদ রানা তার নিজ বসত বাড়ীতে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছে, এমন সংবাদের ভিত্তিতে গত ৬ই জানুয়ারী দিনগত রাত ১টা ২০মিনিটের দিকে তার বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় মাসুদ রানার বসতবাড়ী থেকে তার স্ত্রী রুশনী খাতুনকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত রুশনী খাতুনের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রুশনী খাতুনকে গতকাল ৭ই জানুয়ারী সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 গ্রেপ্তারকৃত রুশনীর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং পলাতক মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা চলমান রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com