পাংশায় সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মসূচি পালিত

মোক্তার হোসেন || ২০২৫-০১-০৮ ১৫:০৭:০১

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল ৮ই জানুয়ারী দুপুরে কাজী আব্দুল মাজেদ একাডেমী মিলনায়তনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতের সভাপতিত্বে এবং জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার সহকারী মওলানা শিক্ষক মোঃ হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার ও বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com