বরাটে ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-০৮ ১৫:০৮:১২

image

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বিএনপির জনসভা আগামী ১০ই জানুয়ারী উড়াকান্দা বাজার মাঠে অনুষ্ঠিত হবে।

 এ জনসভা সফল করার লক্ষে গতকাল ৮ই জানুয়ারী বরাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 প্রস্ততিমূলক জনসভায় বরাট ইউনিয়ন বিএনপি সভাপতি ও বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, সহ-সভাপতি ইউনুস হোসেন টিক্কা, সাধারণ সম্পাদক দিরাজ শেখ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, রাজবাড়ী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন মনি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ. সবুর শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 জানাগেছে, আগামী ১০ই জানুয়ারী বরাট ইউনিয়ন বিএনপির জনসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com