পাংশায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৫-০১-০৯ ১৪:২০:১৪

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজন উপলক্ষে গতকাল ৯ই জানুয়ারী বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা সরকারী কলেজের কৃষিশিক্ষা বিভাগের  প্রদর্শক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ রুকুনুজ্জামান খান তপু প্রমূখ বক্তব্য রাখেন।

 সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 লটারীর মাধ্যমে পাংশা উপজেলা পর্যায়ে ৮টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৩ই জানুয়ারী সকালে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com