রাজবাড়ী জেলা মার্কাজসহ সকল মসজিদে বিতর্কিত চরমপন্থী সন্ত্রাসী সাদপন্থীদের নিষিদ্ধ করা, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার ২য় তলায় গ্রন্থাগারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও জেলা কওমী মাদরাসা উলামা পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা।
সংবাদ সম্মেলনে বক্তারা, গত ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে নৃশংস হত্যাকান্ডসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থীদের সারাদেশসহ রাজবাড়ী জেলা মারকাজ ও জেলার সকল মসজিদে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা, ১৭ই ডিসেম্বর দিনগত রাত্রে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবী জানান। এছাড়া আগামী ২৫শে জানুয়ারী দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে কেন্দ্রীয়ভাবে উলামা সম্মেলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেন।
এ সময় মাওলানা মোবারক, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুফতি আব্দুল্লাহ মুসা, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মোঃ লুৎফর রহমান মামুন, ইঞ্জিনিয়ার শাহিন, মোঃ মুশফিকুর রহমান, ডাঃ আব্দুস সালাম, মোঃ আল আমিন, মোঃ ইকবাল খান ও মোঃ আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ ১০ই জানুয়ারী বাদ জুমা ঐতিহাসিক রাজবাড়ীর আজাদী ময়দানে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com