রাজবাড়ীতে দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-০৯ ১৪:২৫:৫৯

image

 বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার বদলিজনিত বিদায় সংবর্ধনা গত ৬ই জানুয়ারী সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে সহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকতারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা ২জনই ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তারা রাজবাড়ী জেলা থেকে বদলি হয়ে গেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিককে শিল্প মন্ত্রণালয় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে বদলি করা হয়েছে। 

 অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা গত ৫ই জানুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় থেকে অবমুক্ত হন। গত ৬ই জানুয়ারী তাদের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গত ৭ই জানুয়ারী তারা নতুন কর্মস্থলের জন্য রাজবাড়ী ত্যাগ করেন।

 বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।

 অপরদিকে গত ২রা ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পালেরও বদলির আদেশ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত অফিস আদেশে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। 

 উল্লেখ্য, ২০২৪ সালের বছরের ১৫ই ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে সিলেট জেলার গোয়াইন ঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিককে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি ওই বছরের ১লা এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

 এরপর গত বছরের ২০শে ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার অপর এক প্রজ্ঞাপনে সিলেট জেলার ওসমানী নগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলে তিনি ওই বছরের ৮ই এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

 অপরদিকে, গত বছরের ১৭ই জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি ওই বছরের ১৮ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com