আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে শর্টফিল্ম ইত্তেফাক

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-৩১ ১৫:২৬:৪১

image

 সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ক শর্ট ফিল্ম ইত্তেফাক আগামীকাল ২রা নভেম্বর রাত ৮টায় ড্রিমল্যান্ড প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।

 এস আর কে সিয়ামের রচনা ও পরিচালনায় সন্ত্রাসবাদ বিরোধী  বিষয়ক এই শর্ট ফিল্মটিতে অভিনয় করেছে পিয়াস,পংকজ, সিয়াম,বিশ্বজিৎ ও কাজী শিশির।

ফিল্মটির মূল বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়া এবং অধুনিক পন্থায় সন্ত্রাসবাদের বিষয়ে সচেতন হওয়া। 

 একজন ড্রাগ ডিলার সে শহরের এক বড় মাফিয়া এর ড্রাগ সাপ্লাই/বিক্রি এর ড্রাগ নিয়ে আরেকজন বিক্রেতার কাছে সাপ্লাই দিতে যাওয়ার পথে তার কাছ থেকে সেই ড্রাগ এর ব্যাগ টি কিডন্যাপ হয়ে যায় এবং মাফিয়া তাকে ২৪ ঘন্টা সময় দেয় তার ব্যাগ তার কাছে এনে দেওয়ার জন্যে। তা না হলে তার পরিবারকে হত্যা করবে এমন হুমকি দেয়। 

 ড্রাগ ও ক্ষমতার দ্বন্দ্ব কিভাবে প্রতিরোধ/দমন করা যায় তা নিয়েই মূলত এই শর্ট ফ্লিমটি নির্মাণ করা হয়েছে এমনটিই জানিয়েছেন নির্মাতারা। 

 

শর্ট ফিল্মটির ট্রেইলার দেখতে ক্লিক করুন - 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com