রাজবাড়ী শহরের শ্রীপুরের অবস্থিত কালেক্টরেট স্কুলে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ৯ই জানুয়ারী সকালে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও রাজবাড়ী কালেক্টরেট স্কুলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সদস্য সচিব মারিয়া হক, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com